পীর পূজা
অতিত ও বর্তমানকালের মুশরিকদের অবস্থাঃ
==================================
অতিত ও বর্তমানকালের মুশরিকদের অবস্থাঃ
==================================
যারা পীরপূজা ও কবর মাযার পূজা করে তারা বলে থাকে যে মুশরিকরা তো মূর্তি পূজা করত। আমরা তো মূর্তি পূজা করি না। আমরা আমাদের পীর দরবেশ দের মাযার জিয়ারত করে থাকি তাদের ইবাদাত বা পূজা করি না। তাদের অসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদের সম্মানের দিকে তাকিয়ে আমাদের দোয়া আল্লাহ কবুল করেন। এটাতো কোনো ইবাদাত নয়। (মুশরিক দের ভাষ্য)
আর এদের উদ্দেশ্যে আমরা বলব,মৃত ব্যাক্তির কাছে সাহায্য ও বরকত কামনা করা সত্যিকারার্থে তার কাছে দোয়া করার শামিল।যেমনঃ ইসলাম পূর্ব জাহেলীযুগে পৌত্তলিকরা মূর্তির কাছে দোয়া বা প্রার্থনা করত। তাই জাহেলী যুগের মূর্তিপূজা আর বর্তমান যুগেত কবর পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। এ দুটো কাজই লক্ষ্য উদ্দেশ্যের দিক দিয়ে এক ও অভিন্ন যখন জাহেলী যুগের মুশরিকদের বলা হুল তোমরা কেন মূর্তি গুলোর ইবাদাত করো? তারাতো কিছু করার ক্ষমতা রাখে না। তখন তারা ইবাদাতের বিষয়টি অস্বীকার করত এবং বলতঃ



